নষ্ট জীবনের বেহায়া নির্জন ছেড়ে
সমস্ত প্রেম কবিতা ছেড়ে
সমস্তকিছুর বিনিময়ে আমি যা চাই, তা শুধু প্রেম;
এক আকাশ ভ'রে জলন্ত কুণ্ডলী আর চাঁদের বিনিময়ে
আমি যা চাই, তা শুধু প্রেম
প্রেমময় সুখ জীবন।
নিদারুণ সাধারণ হওয়ায়
রাজকীয় প্রাসাদ ছাড়া
পাহাড় সমান দৃঢ়তা অথবা-
সাহারা মরুভূমির সুবিশাল প্রান্তর
ঠিক সময়ের আবর্তনে ভেসে যাওয়া খড়কুটো
অথবা লঞ্চ-ডুবি নিরহ মানুষের মত আঁকড়ে ধরা খড়কুটো।
আমি খুব সাধারণ
অত্যন্ত সস্তা মূল্যের
এই আমার সমস্তকিছুর বিনিময়ে
আমি যা চাই, তা শুধু প্রেম;
প্রেমের নির্লিপ্ত ভালোবাসার আসামী
প্রেমিক হওয়ার অভিযুক্ত আসামী
নির্লিপ্ত খুনির মত আমি শুধু চাই;
বিষাক্ত এলকোহলের মত
মস্তিষ্কের প্রতিটা কোষে
মাতাল হওয়ার সুখ
এই সবকিছুর বিনিময়ে আমি যা চাই, তা শুধু প্রেম।