কার্নিশের পাশে অফুরন্ত অবসাদ-
লেপ্টে থাকা রং নুনেরছিটে
খসে পড়ে কয়েকটি বালি কণা,
চেতনার বাজার ওদের দখলে
সরলতার মানে হয়ে যায় বোকামি;
শুভ্র স্তন খুবলে খায় মাছি, তেলাপোকা কিট, ভাসমান শেওলা ।
ভালো থাকাটাই এখানে দায়বদ্ধ;
একবিংশ শতাব্দীর দশের দশকে
ফুটপাথে খুপরির নিচে রচিত হয় জীবন,
একুশটি তাজা গোলাপ রং হাড়িয়ে ফুলদানী অথবা ডাস্টবিনে-
নিশ্চুপ কালো, আঁধার ডেকে আনে
নিয়ন আলোয় ধর্ষিতা চাঁদ
পাখির পালক জুড়ে বাতাসের ভাঁড়ামি,
কয়েকটি ফড়িঙের গল্প শুন্যতার আড়ালে আকাশের ওপারে ডানামেলে।