সারাসকাল ধ'রে তোমার দিকে হাটবো
সারা বিকেল ধ'রে তোমার দিকে হাটবো
সারা রাত ধ'রে
সমস্ত অতীত ঝেড়ে হাটবো,
ফুটপাতের উপর খুপরি জীবন,
সুইমিংপুলের রঙিন পানি
ঠান্ডা আলমারিতে রঙিন বোতল
তোমাদের বহুতল বাড়ি
বহুচাকাওয়ালা গাড়ি
টাকাগুলোর যৌথখামার
সবজির দোকান, ফেরিওয়ালা,
রাস্তার ছেলে
একটুকরো সিগারেট ধোয়ার কুণ্ডলী।
আমি রবিন্দ্রনাথ ছেড়ে
চলে আসবো
সব কিছু ছেড়ে তোমার কাছে ফিরে যাবো
বলতেয়ারের ভুত টলতে টলতে পথ আঁকড়ে দাঁড়াবে
জীবনাবাবু বনলতা নিয়ে এসে বলবে
উপভোগ কর জীবন;
আমি ফিরে যাবো
আমি তোমার দিকেই ফিরে যাব এবারের জন্মের মত।