আমি দীর্ঘদিন ধরেই
পরিবর্তনের মধ্যে আছি, জন্মের পর থেকেই। আমি
যত দিন অতিক্রম করি
ধীরেধীরে গতকাল আমার কাছে স্মৃতি হয়ে যায়।
প্রত্যেক দিনের নতুন সূর্য আমাকে জানিয়ে দেয়
আমার গতকাল, আমার স্মৃতি দিনদিন পুরনো হচ্ছে।
কিছু স্মৃতি দগদগে হয়ে জানান দেয় আমার গতকালের কথা।
আমার প্রত্যেকটা নতুন দিনের একটা একটা করে গতকাল আছে।
আমার প্রত্যেকটা দিন একটা একটা গতকাল জন্মদেয়। আমি
আমার গতকাল নিয়ে বাঁচতে বাঁচতে এখন ক্লান্ত। আমি
জানি আমার আগামীকাল ও নতুন একটা গতকাল জন্মদেবে। তবে কি
আমার কোন পরিবর্তন আসছে না! কিন্তু
আমি যে পরিবর্তন চাচ্ছি।
সমস্ত জীবন-প্রেম দিয়ে একটা পরিবর্তন চাচ্ছি। আমার
গতকাল গুলোর জন্য একটা পরিবর্তন।
হোক না হয় ছোট।
প্রতিদিনের গতকাল আমার বুকের বা-পাশ টাতে দাপাদাপি করে। আমি
প্রতিদিন নতুন করে ক্লান্ত হই। আমি
প্রতিদিন ক্লান্ত হতে হতে হাঁপিয়ে উঠি।