খুব সকালের বৃষ্টি মেখে
দিন দুপুরের কাঁদায় একে
একটি কথা খুব বলেছি
একলা পথে খুব হেটেছি।
মাঝ বিকেলের আলোয় বসে
পুকুর ধারের ঘাসের উপর
শেওলা মেখে কাদার উপর
এক বিকেলে হাসি হেসে
একটা কথা খুব বলেছি
একলা পথে খুব হেটেছি।
আর পারি না আর পারিনা
একলাটি পথ ভীষন একা
মাঝ রাতের ওই অন্ধকারে
সন্ধেবেলা সাঁজ আঁধারে
একটা কথা খুব বলেছি
একলা পথে খুব হেটেছি।
আর পারি না আর পারিনা
একলাটি পথ ভীষন একা
আরেকটি বার তুমি বলো
"এবার না হয় সাথেই চলো
আমার বড় ইচ্ছে করে
তোমার সাথে একলা ঘরে
তিন প্রহরের মালায় গেঁথে
আর পারি না আর পারিনা
একলাটি পথ ভীষন একা।
হাটতে আমার ইচ্ছে করে
তোমার সাথে হাতটি ধরে
বুকের পথে হৃদয় গেঁথে
চোখের মাঝে চোখটি দেখি
সূর্যে তারা সুতোয় গাঁথি"
আরেকটি বার আরেকটি বার
আর হবেনা দেরী আমার
আর পারি না আর পারিনা
একলাটি পথ ভীষন একা।