জীবনটা সিগারেট হলে ওকে মানাতো ভীষণ
একটা দিয়াশলাই জ্বালিয়ে ধরিয়ে দিতাম
অথবা- এক পেয়ালা এলকোহল;
অমৃতের মত গিলতাম।
জীবনটা দাঁড়কাক হতে পারতো
হতে পারতো জোছনায় হেটে চলা খয়েরী শালিক
জীবনটা তুমি হলেও আপত্তি করতাম না
সাথেসাথেই প্রেমে পরতাম আমার
জীবনটা কিছুই হয়নি
শুধু আমার জীবন বলেই থেকে গেল নিঃশব্দতার কোলাহলে।