আমার মধ্যে আরেক আমি
আমি টুকরো-টুকরো হয় ভেঙে যাই
আমার আমি ভাঙছে
আমাকে ভাঙছে
আমি ভাঙছি
সহস্র অথবা লাখলাখ টুকরো
অথবা আরো বেশি, আরো বেশি
ঘুর্ণিবর্তের মত
প্রবল ভাবে ভাঙছি
কেহেরমানের মত উল্লাসে,
আমার নিজের এক অজানা আমি কে
খুঁজে খুঁজে। কিংবা-
আমার ভেতরে আমি
আমার ভেতরে তোর
নিদারুণ ছুটে চলা। অতঃপর...
আবার ভাঙছি আবারো অগণিত টুকরো।
দুমড়ে-মুচড়ে ভাঙনের পর
পরে থাকে কিছু ছাই,
পড়ে থাকে কিছু কালো অন্ধকার
কালো প্লাটিনামের মত কিছু নিশ্চুপ অন্ধকার;
অথবা কিছুই নয়।
জোছনার সাথে কুয়াশার এক অদ্ভুত মাখামাখি
সাদা মাখনে মত নিশ্চুপ;
আর মুখাভিনয়ের মত প্রবল অন্ধকার।
ঘড়ির কাঁটায় লেপ্টে থাকে সময়,
ঘরদোর অগাছালো...
আমি ছুটি নেই আমার জীবনের
আমার থেকে আমার
আমার থেকে তোর।