বহুদিন আগে একবার পাখি হতে চেয়েছিলাম
আকাশ জুড়ে তার উন্মুক্ত উড়োউড়ি,
আমিও চেয়েছিলাম উড়তে উড়তে হারিয়ে যেতে
আমি পাখি হই নি
আমি জানি উড়তেও আবৃত আবরণ লাগে।
ভেবেছিলাম ধূমায়মান মেঘপুঞ্জ হই
তার গন্তব্য আমার জানা
আমি জানি পাহাড়ের সাথে ওর বহুদিনের প্রণয়
যেমন চাঁদের সাথে জোছনায়।
ভেবেছি পাহাড় হবো
আকাশ হবো
নদী হবো
কিছুই হইনি।
পাহড়া ভালো লাগতো
আকাশের নক্ষত্র ভালো লাগতো
নদীর খরস্রোত ভালো লাগতো
এখন লাগে না।
তোমাকে ভালো লাগেনা
আমাকে ভালো লাগেনা
পাঁজর বদ্ধ উৎসব ভালো লাগেনা।
নারীর চুম্বন ভালো লাগেনা
আমার কবিতা ভালো লাগেনা
কবিতায় ভালো লাগেনা আমাকে
আর কবিতার তোকে...
কাওকে না, কাওকে না।
আমার ভালো লাগে কাশফুল
শরতের বকুল,
ঘন্ধ ভালো লাগে
মাটির সোদা গন্ধ।
সুবাস ভালো লাগেনা, আর...
ভালো লাগেনা আমাকে।


৭/১২/১৪