চেতনাহীন এক শবদেহ পড়ে রয়েছে রাস্তায়
কুকুরের চেটেপুটে খাওয়া পরিষ্কার থালার মত নিথর;
হাতের আঙুল পায়ের আঙুল
তাদের চলমান ক্ষমতা ছেড়ে, নিথর...
ভুল গন্তব্যে মৃত্তিকা ছুঁয়ে লেপ্টে আছে নক্ষত্রবিথীর উজ্জ্বল সন্তান
পড়ে আছে তারা, অন্ধকার-কালো তাঁরা;
পাশেই পড়ে রয়েছে নিথর শবদেহ।
কোন চেতনা নেই
কোন বাস্তবতা নেই
নির্জীব চোখের পাতায়
অলিখিত মায়া নেই
তাড়না নেই কাছে যাওয়ায়
কাছে পাওয়ার নেই কোন আকুলতা
ভুল গন্তব্যে মৃত্তিকা ছুঁয়ে লেপ্টে আছে নক্ষত্রবিথীর উজ্জ্বল সন্তান
পড়ে আছে তারা, অন্ধকার-কালো তাঁরা;
কোন ভাবনা নেই
বিতাড়িততায় আক্ষেপ নেই
প্রবল সংগ্রামের মায়ায়
প্রবল প্রতিরোধ নেই
স্বপ্ন নেই নিস্তব্ধ আভায়
বন্দীত্বের দশায় নেই কোন আবদ্ধতা
ভুল গন্তব্যে মৃত্তিকা ছুঁয়ে লেপ্টে আছে নক্ষত্রবিথীর উজ্জ্বল সন্তান
পড়ে আছে তারা, অন্ধকার-কালো তাঁরা;
চেতনাহীন এক শবদেহ পড়ে আছে রাস্তায়
পড়ে আছে তারা, অন্ধকার-কালো তাঁরা।


১৩/১২/১৪