দেখা হবে এক জনম পরে
দেখা হবে মা তুমারি কুলে
দেখা হবে জন্তুরুপে,হয় তো মানুষ
কিংবা পাখি হয়ে ঘুরে বেড়াবো তুমারই বুকে।


দেখা হবে আকাশের রং বেরঙের ঘুড়ির মধ্যে,
উড়ে বেড়াবো গন্তব্যহীনে।
দেখা হবে পূর্ণিমার রাতের আকাশে
দেখা হবে বৃষ্টি মাখা ভোরে,বৃষ্টির রঙে
দেখা হবে বসন্তে, কুকিলের বেশে
দেখা হবে পাতাঝরা বিকেলে।


দেখা হবে বাউলের গানের সুরে
দেখা হবে ভুরের কাক হয়ে,
ভাঙাবো মা রাতের অবসাদ।
দেখা হবে বটবৃক্ষ রুপে, জাগাবো প্রাণের আশ্বাস
দেখা হবে গোমতীর স্নিগ্ধ সলিল রূপে।


দেখা হবে মা এক জনম পরে
দেখা হবে তোমারি কুলে,
দেখা হবে এই বাংলার পথে-ঘাটে, রূপে রসে
দেখা হবে মা এক জনম পরে।


***********