তুমি থাকো নীরবে
মোর অন্তরের গভীরে।
তুমি ভাসো স্বপ্ন হয়ে
আমার ঘুম জড়ানো রাতে।


তুমি থাকো নীরবে
এই বর্ষা বিকেলে
তুমি জড়াও মোরে
ঐ নীলের দুষ্টু কাজল হয়ে।


তুমি জাগাও মোরে
এই ভরা রোদের দিনে।
তুমি শেখাও মোরে
ভালবাসার মানে।


তুমি থাকো নীরবে
মোর জীবনের উদাসীন গল্প হয়ে।
তুমি আসো মোর জীবনে
এক অচেনা খোয়াব হয়।


তুমি থাকো নীরবে
এই প্রকৃতির গভীরে।
তুমি থাকো মোর গল্পে
মোর জননী হয়।


তুমি ভাসাও মোরে
জীবনের শেষ সুরে।
তুমি থাকো নীরবে
মোর অন্তরের গভীরে