তুচ্ছ তোমার জীবন শেখাবে,
বিষধর মানুষ রুপ দেখাবে।
বিপদাপদ পড়িলে মুখোশ চেনাবে,
তাদের আড়ালে গল্প কতকিছু শোনাবে।


আচ্ছাবাধন আছে নেই এই দুনিয়া,
তুমি উপরে উঠো পিছনে থাকবে লাগিয়া।
কি করো করবা এর রহস্য উদঘাটন করিয়া,
তোমার গন্তব্য পৌছাতে দিবেনা দিবে ছুটিয়া।


হতাশা ব্যর্থ তুই এ কাজ পারবেনা বলে,
নিৎকৃষ্ট মানুষে গুনগানে নিয়ে চলে।
গিট্টু প্যাচ লেগে দিবে ভেসে যাবে জলে,
যদি তুমি হও সহজ সরল মেয়ে ছেলে।


টাকার যুগে তোমার যদি থাকেনা টাকা,
বন্ধুবান্ধব আত্নীয়স্বজন থাকলেও তুমি একা।
চিনেও নাহ চিনার ভান ধরে তোমারে দিবে ধোকা,
আহাজারি কান্না করো পাবেনা কারোর দেখা।


তোমার ভাল কাজে তুমি প্রশংসা পাবেনা,
কুচরিত্র জগৎ মানুষ এটা কখনোই চাইবেনা।
শোনে তুমি তাদের দূরে গেছো কোথাও চিরচেনা,
সালাম,যোগাযোগ করিবে তোমাকে দিবে অনুপ্রেরণা।


মানুষ মানুষকে যদি ভালবাসে,
যেমন হউক তুমি থাকবে আত্নবিশ্বাসে।
রতন হিরা বলে ডাকবে নিশ্বাসে,
কাছে যাবে ফিরেও আসে।


সবসময় মনে রেখো,
যার ধনসম্পদ আছে তার মন নাই।
যার মন আছে তার ধনসম্পদ নাই।
বাস্তবতা জীবন তুমি শেখো,