ইদানীং
আমার ভিতরে শুধু তোরে ডাকে;
এর আগেও এমন হবে বুঝ
দিতাম নাহ যাকে তাকে।


ইদানীং
প্রতি বেলা অপেক্ষা করিতাম;
উত্তর কখন পাবো
আশ্চর্য হয়ে তাকিয়ে দেখতাম।


ইদানীং
তোরে খুব ভাল লাগে কেন জানিনা;
কি আছে তোমার ভিতরে
যে আমার মন মানে না।


ইদানীং
খাবার টেবিলে বসে ডাকছো তুমি আসবে;
ছুটে ফিরে আসি দেখি কাল্পনিক
অস্তিত্ব খুঁজে পায়নি যে কথা তুমি জানবে।


ইদানীং
মেঘের তুলো তোমার চুলের মৃদু গন্ধ;
আকাশ বইছে বাতাস চলছে নদীর উচ্ছাস
হাবুডুবু খাচ্ছি তোমার প্রেমে প্রতি অন্ধ।


ইদানীং
পাহাড় ঝর্না শব্দ কানে বাজে মিষ্টি সুরে;
বাজছে তবলা বাশের বাশি নাচতে কোমলা মতি
দৃষ্টি কোনে সব সময় আছো হৃদয়ে জুরে।