কত আশা নিয়ে
এসেছি প্রবাসে


২৪ ঘন্টা কিভাবে
যায় নিশ্বাসে


গভীর সকালে আমার
ঘুম ভাংগে অজান্তে


দিগ দিগন্তে ছুটি বেড়াই
কাকাতলি প্রান্তে


কোন টা ছুবো কোনটা ধরবো
ভেবে কুল পাইনা


কাটায় কাটায় ঘড়ি চলে
এখন নাহ হয় যাইনা


হাতে ঘড়ি পিঠে ব্যাগ
এক ঝাকে দেই দৌর


সিগনালে কত বসে থাকি
স্কুলে মেলা দূর


ম্যাডাম গুলি নিচে দাঁড়িয়ে
হাতে এক বোতল হ্যাক্সিসল


বালক বালিকা আসছে তেড়ে
মেখে দেয় হাতের উজ্জ্বল


যার তার শ্রেনী কক্ষে
চলি মোরা ভাই বোন


শিক্ষকদের হাতে ঝুড়ি ভিতরে
পরিক্ষা খাতা আর কতক্ষন


সময় দেয় মাত্র ৫ মিনিট
তা দিয়ে হয়না


একুল ওকুল লিখেলিখে শেষ
তো আর করা যায়না


সময় শেষ খাতা গুলি
পিছন দিয়ে টান দেয়


একেক কক্ষে শিক্ষক একেক রকম
শ্রেনী পাঠদানে নেয়


ঘড়ি ঘন্টা আওয়াজে শুনে
পড়া শেষ করে তারাতারি

একরাশ বাসার কাজ করতে করতে
অক্লান্তে যাই মরি


বাসায় আসিয়া দেখিবে
কুকারে নেই ভাত


খিধা যন্ত্রণা কাতরাবে
জীবন বড় অদ্ভুত


রান্নাবান্না শেষ করে
রুটি বানানো কাজ নেই


সময় হলে বাটি করে ভিতরে
ডুকিয়ে সাইকেলে নিয়ে যাই


জায়গা জায়গা কাজ করে
অক্লান্ত হয়ে এখনেই পড়ি


কখন ১২ টা বাজিবে ওদিকে
সময় গননা কত করি


উপস্থিত খাতায় নাম লিখে
আমি দেই বিদায়


মাহাজন ইংগিত ভাষায় বলে
আমারে জানায়


প্যাডেল মারিতে মারিতে বাসায়
কোন অটাইমে যাই


এইতো আমি এখন একটু স্বস্থি
ফিরে খুজে পাই!