হট্টগোল,গন্ডগোল,শোরগোল চাকা ঘুড়ছে
দেশে বাড়ি কই;
হকার পার্টি,কুলির,সিএনজি পাল্লা পড়ছি
কেমনে না কয়ে রই।


গাট্টিবস্তা,টিফিনবাটি,পানির বোতল হাতে নিয়ে
ডুকছি সদরঘাট;
টানাটানি,ধস্তাধস্তি,কষাকষি আসেন লঞ্চে
ভোরে পৌছে যাবেন হুলারহাট।


চাপাচাপি,গাদাগাদি,ফিটফাট ভরা সরা
ফাকা তিন তলা;
খিটখিটে,ফুরফুরে,তেজে বেজে উঠলো সাইলেন্স কালো ধোয়া
লঞ্চ যাত্রা পথচলা।


খাবেন,নিবেন,লইবেন বাড়ির বাপ-মার জন্য
দাম একদাম না নিলে না;
আসছি,ফিরছি,উঠছিস কিনা মনস্থির হয়েছে
পাগলের বাপ-মা।


ওপারে পারে,ডিঙি নৌকা,কার্গো জাহাজ ছুটে এঁকেবেঁকে চলে
সাঝের বাতি জ্বলজ্বলে;
কচুরিপানা,টেপ পোনা,জেলের জালের পাশ কাটিয়ে
ছুটছে নদীর জলে।