রুপকথা গল্প অনেক শুনেছি
বাস্তবে রুপকথা একটি কাল্পনিক
হঠাৎ সন্ধ্যায় কি আক্ষেপে চেয়েছি
ভাবিনি এভাবে কারো প্রেমে পড়ুক


কি আছে তোমার ভিতরে
যে আজও ভুলতে পারিনা
যত ভুলে যেতে চাই
ততই গেথে রই তোমার ঠিকানা


তুমি আমি এক হলেও
পরিবার বংশ মেনে নিবেনা
আমি তুমি আলাদা দূরে থাকলেও
যে কারো জন্য অযথা কাদবোনা


ভেবেছিলাম তুমি পরিবর্তন হয়েছো
তোমার একরাত কথা আচরণ
আমাকে মুগ্ধ করে ফেলেছো
আগে যদি বুঝতাম ফোনই দিতাম নাহ


তবে এটা অনেক ভাল করেছো
আলাদা আলাদা থাকো দূরে তো নয়
কর্মজীবী হও ভাল ছেলে পেলে
আমাকে ভুলে গিয়ে বিয়ে করে নিয়ো।