একবুক স্বপ্ন কাটা সমুদ্র বিশালতা
লরছি ভীরে ঘড়ির কাটা;
পক্ষান্তরে মরুভূমির পৃষ্ঠে মতো
চলছি রসাতলে সাধা মাটা।


নীলিমা গগন আগুনে ফুলকি ঝড়া
শক্ত পাথর স্থীর দারিয়ে;
কোথায় তিব্র বাতাসের কান্না উচ্চস্বরে
কে বা কারা যায় হারিয়ে।