তোমার জন্য রোজগার অন্ন
দিশেহারা মনটা আজ শূন্য


তোমার জন্য সূর্য ডুবে
দিনরাত কি চলে যাবে


তোমার জন্য হাহাকার মাঠে
শূন্যতা বেড়াই পথ ঘাটে


তোমার জন্য ছিঁড়ি পাতা
কাঁদছি নীরবতা


তোমার জন্য ভেলা ভাসাই
পৃথিবীটা একেলা সাজাই


তোমার জন্য ফুলের বাগান
সৌরভে অম্লান ঘ্রাণ


তোমার জন্য বাদলে বৃষ্টি
আকাশের বিজলীর দৃষ্টি


তোমার জন্য সবই ইচ্ছে মত
অভিনয়ে করেছি কত


তোমার জন্য না খাওয়া ক্ষুধার্ত
বেদনা ক্ষণে শত শত


তোমার জন্য হারিয়ে গেলো
নিঃস্ব জীবন ছিনিমিনি খেলো


তোমার জন্য রঙতুলির ক্যানভাসে
আঁকিব নিঃশ্বাসে


তোমার জন্য আগের মতন নেই
জীবিকা তাগিদে সরে দ্বারা ই