পরনে তার ছেড়া জামা হাতে একখান বই
বিদ্যালয়ে যাচ্ছে সেও তার পানে চেয়ে  রই।
হাজার শিশুর ভিড়ে কেন ওকে খোজে চোখ
বড় হবার স্বপ্নে ভরা ওর সারাটি মুখ।
লেখা-পড়ায় নাম্বার ওয়ান বড়ৈ শান্তশিষ্ট
চাল-চলনে খুবি ভাল ভাষাও তার মিষ্ট।
সেত আমার পাশের বাড়ির রমিজ চাচার ছেলে
মায়ের পেটে রেখে তারে গেলেন তিনি চলে।
বাপ মরা এই এতিম ছেলে একদিন বড় হবে
তার থেকে আলো নেবে ছোট বড় সবে।