২০১৪-এর পহেলা নভেম্বর
     বিদ্যুতের অভাবে সারাদেশ অন্ধকার ।
     মোর টিভি সেট কম্পিউটার, সব বন্ধ ছিলো ।
     বুঝতে পারিনি, দেশের কোথায় যে কি হলো ?
     রেডিওতে হয়তো শোনা যেতো স্ংবাদ,
     বহু আগেই সেটার ব্যবহার, দিয়েছি যে বাদ ।
     কে জানে হঠাৎ করে এমনটা হবে-
     এক-ই সময়ে সারাদেশ অন্ধকার হবে ।
     ডিজিটাল দেশ বুঝি এমন-ই হয়-
     এক-ই সময়ে সারাদেশ অন্ধকার হয়ে যায় ।
     আগে যদি জানতাম !
     রেডিও কিনে রাখতাম ।
     মোবাইলটাও সারা রাত চার্জে দিয়ে রাখতাম ।
     কিন্তু কি আর করার ?
     এক-ই দশা সবার ।
    
      -এমনটা কখনোতো ঘটেনি আগে,
     কেন যে এমন হলো, মোর সন্দেহ জাগে ।