মনরে শুধাই মনরে তুমি-
কোন পথ ধরে কোথায় যাচ্ছো ?
কোথায় যেতে চাও ?
কোথায় তোমার আসল বাড়ী ?
কোথায় গাড়ি ভিড়াও ?


করছো কেন হেলাখেলা ?
কেটে যাচ্ছে জীবনের বেলা ।
পাবে কি তুমি ফিরে
যে সময় হারিয়েছো-
জীবন নদীর তীরে ?


ক্ষণিকের এ পৃথিবীতে
আর কত দিন থাকবে বেঁচে ?
বুঝোনা কি তুমি ?
কে তোমাকে পাঠিয়েছে-
আর কেবা জীবন স্বামী ?


ঐ দেখা যায় কাছেই মরণ
সে কথা কি নেই স্মরণ ?
কেন গেছো ভুলে ?
সবি ছেড়ে যেতে হবে-
যাওয়ার সময় হলে ।


ধর্মের কথা কেন  শোনো না ?
নীতির পথে কেন চলো না ?
হয়েছে এ কি রোগ ?
বুঝোনা কি যেমন কর্ম-
তেমনি করবে ভোগ ?


সৃষ্টির সেরা জীব হযেও
জ্ঞানধারী মানুষ হয়েও
এ কি কারবার ?
বুঝোনা কি পার্থিব জীবন-
পাবে না বার-বার ?
  -----০-----