সেই কবে যে দেখেছি তাকে
ঠিক মনে পড়েনা ।
আসলে দেখেছি কি-না ?
হয়তো ভুলে গেছি নিজেকে ।


সত্যি কথা বলতে কি ?
মানুষ আজকাল খুব বেশি-
অর্থ আর স্বার্থ পিপাসু ।
এ দুটি ছাড়া, কিছুই বুঝতে চায়না  ।


দেখতে কি পাওনা ?
পৃথিবী জুড়ে কত অন্যায়-অবিচার,
আর প্রবাহমান রক্তস্রোত ।
এগুলো কি নরক দূতের কাজ ?
না, এগুলো মনুষ্য ঘটিত ঘটনা ।


বেশি দূরে যেতে হবেনা ।
এই তো সেদিন
রানা প্লাজার ঘটনা-
মালিকের সামান্য স্বার্থের লাগি
শত-শত নিরীহ মানুষের প্রাণহানি ।


সন্তান হারালো কত মা
কত নারী হলো বিধবা ।
কতজনে জানালো বাঁচার আকুতি
কোথায় গেলো আজ মানুষের মানবতা ?
আসলে তাকে দেখেছি কি-না ?
ঠিক মনে পড়েনা ।
   -------০০০-------