ফাগুনের আগমন
এবিএম আলমগীর হোসেন
===================
ফাগুনের এই আগমনে
মনে লাগলো ঢেউ,
ঢেউয়ের তালে ভুল পথে পা
দিস না যেন কেউ।


নতুন সাজে সাজো তুমি
করছি না তো মানা,
জীবন সম্পর্কে আছে বাকি
অনেক কিছু জানা।


ভালোবাস বাবা-মা কে
ভাই-বোন কে সহ,
ভালোবাসার মানে এই নয়
দিতে হবে দেহ।


ফুলের মতো জীবন তোমার
করো না তো ভুল,
পরে তুমি পাবে না খুঁজে
এ জীবনের কূল।


ফাগুনের রঙ লেগেছে আজ
প্রকৃতি জুড়ে,
পাখিরা সব গান ধরেছে
নতুন নতুন সুরে।


উপভোগ করো এ জীবন
সৎ সুন্দরের পথে,
সোলালী জীবন গড়বো সবে
চলো এক সাথে।