গাঁয়ে যাবো
এবিএম আলমগীর হোসেন
===================
গাঁ যে আমার অনেক দূরে
      সবুজ ছাঁয়ায় ঘেরা,
যাওয়ার জন্য মনটা শুধু
    দিচ্ছে আমায় তাড়া।


কোয়েল দোয়েল ঘুঘু টিয়া
     আরো কতো পাখি,
হৃদয় জুড়ায় একবার যদি
        দুই নয়নে দেখি।


লতায় পাতায় সবুজ বনে
         নয়ন ভরা রূপ,
মনটা চায় রূপের মাঝে
         গিয়ে দেই ডুব।


কলকল করে নদীর জোয়ার
      আসছে ঐ ধেয়ে,
ভাটিয়াল গান গেয়ে মাঝি
        দাঁড় যায় বেয়ে।


বোয়াল পুটি ট্যাংরা টাকি
     উঠছে জাল ভরে,
জেলেরা সব মন আনন্দে
        নতুন সুর ধরে।


দিগন্ত জুড়ে ফসলের ক্ষেত
    সবুজ সোনা ভরা,
কৃষানের মনে খুশির বান
     নেই কোন জরা।


ঐ আকাশে চাঁদের ভেলা
      যতো বার দেখি,
জোসনা ধোয়া গভীর রাতে
    নীরব স্বপ্ন আঁকি।


গাঁ যে আমায় মায়ের মতো
    আপন করে নেয়,
মনটা তো তাই বারেবারে
      গাঁয়ে ছুটে যায়।