পাতায় পাতায় ঘুরে বেড়ায়
শাখায় বসে কভু............
রক্ত নীলাভ বিষক্রিয়ায়
তবুও অস্থি মাংসে প্রভু ।
সাধু বাবা প্রণাম করে
মস্তক নুয়ে নুয়ে......
প্রশান্তি তে অসার দেহ
থাকে চরণ ছুঁয়ে ।
কিরণ আসে নিশি কাটে
মুখোশে সাজায় দিনের আলো...
প্রভাত আসে খোলা কপাটে
বিবেক লুকায় চশমা কালো।
রঙ্গে রঙ্গে ঢঙ্গে ঢঙ্গে
কয় যে কথা জনে জনে
রঙ্গীন পাখা স্বপ্নমাখা
উড়তে থাকে রঙ্গ বনে।
ক্লান্ত দেহ রক্ত বিষে
মত্ত থাকে সমাজপতি
বয়স বাড়ে সময় শুষে
ছটফট করে নীল প্রজাপতি !!!