পিছনে ধু-ধু বালুচর
সামনে এক সমুদ্র জলরাশি
দৃষ্টির সীমানা এসে থমকে দাঁড়ায়
দিগন্তের সীমা রেখায়।  

অথৈ জলে খেলা করে একটি হাঁস
ভাসছে আবার ডুবছে নির্ভাবনায়;
করে যাচ্ছে তাই
মনে জাগে তার যা খুশি।

কেমন যেন একটা সাদৃশ্য খুঁজে পাই
আমাদের দুজনের মধ্যে;
হাঁস টা ভাসে জল সমুদ্রে
আর আমি ভাসি জনসমুদ্রে।

দুজনেই যেন একটি উপমা
নিঃসঙ্গ ও নির্মম একাকীত্বের।
অনিশ্চিত গন্তব্যে কেটে যায় ভাসমান জীবন  
এই নিঃসঙ্গ কাব্যে কেইবা হয় কার আপন।

কোথাও কেউ নেই
তবুও তো বাঁচি যে যার মত করে...
এই নিঃসঙ্গ জীবনের
সুখ-দুঃখ ভরা হাহাকারে !!!

-রাস আল খাইমাহ, রাত ২ঃ১০