সোনালী ফসল দেয় মনে দোল
ভরবে গোলা পায় মনে বল।
গরিব চাষী স্বপ্ন হাসি
বদলাবে এবার ভাগ্য রাশি।
ফসল নিয়ে চলছে ডাটে  
বিক্রি হবে গঞ্জের হাটে।  
বউ-বাচ্চার  বায়না
আর তো দেরী সয়না।
কিনবে চাষী রঙিন শাড়ি
খুশি মনে ফিরবে বাড়ী।
মহাজনের তালবাহানা
সরকারি গুদামে মাল চাহেনা ।
দিশেহারা গরিব চাষী
মলিন হলো স্বপ্ন হাসি।
পকেটে নাই পয়সাকড়ি
চাইছে ভাড়া  ভ্যান গাড়ি ।  
মহাজনের দয়ার মন  
আধা মূল্যে সমর্পন।
শোধিতে হবে দাদন দেনা
মহাজনের হলো জমি কিনা।
মহাজন বাড়ালো  জমির  বল
চাষী হারালো শেষ সম্বল।
চাষীর এবার মাথায় হাত  
দিন মজুরিতে মিলবে ভাত।
সকল দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
শুধু ফসলের মূল্য নিয়ে হয়  রাজনীতি !!!