কুয়াশার চাদরে মুড়িয়ে আছে শহর
বস্ত্রহীন মানুষগুলোর কষ্টের প্রহর;
তুমি আমি ঘুরছি আজ বিলাসী গাড়িতে
কাজ নাই তাই ওদের ভাত নাই হাড়িতে।
ঘাসের উপরে কুয়াশা মোদের  দৃষ্টিনন্দন সুখ
কনকন শীতে ওদের আতঙ্কিত মুখ ;
আমি জানি তুমিও জানো হয়তো আমরা সবাই
বিলাসী জীবনের তরে মানবিকতা হারাই।
পৃথিবী একটাই বিধতার দান
খাদ্যের অভাবে তবুও যায় কত প্রাণ ;
তোমার আমার বলে গড়ছি সম্রাজ্যবাদ
মানুষ হয়েও  পেতে রাখি মানুষ মারার ফাঁদ।
তুমি আমি ভেবে যাই শুধুই নির্বিকার
যুগ যুগ যুগান্তরে হয়না প্রতিকার;
একটাও যদি পুরনো কাপড় থাকে তোমার ঘরে
বন্ধু তুমি বিলিয়ে দাও গরিবের তরে !!!