সোনালী ধানের শীষে
চাষীর স্বপ্ন মিশে
গোলা ভরে যায় ধানে
জাগে, নবান্ন খুশি প্রাণে .....


লাল সবুজের সুখ
আমার বাংলা মায়ের মুখ !


বৃক্ষ ছায়াতলে
জারি-সারি গেয়ে চলে
বাজিয়ে বাঁশের বাঁশি
মুখে, ক্লান্তি লুকানো হাসি.....


রাখালী সুরেলা সুখ
আমার বাংলা মায়ের মুখ !


মেঘনা পাড়ের মেয়ে
উদাসী চোখে চেয়ে
কোন মাঝি নাও বায়
সে যে, ভাটিয়ালী গান গায়.....


অবলা মনের সুখ
আমার বাংলা মায়ের মুখ !


রমনা বটমূলে
সাজানো খোঁপার ফুলে
তারুণ্য করে খেলা
এ যেন, বাঙালি মিলন মেলা.....


বৈশাখী রঙ্গের সুখ
আমার বাংলা মায়ের মুখ !!!