আমার সারা শরীরে পঁচন ধরেছে
দুর্গন্ধ ছড়িয়ে পরছে চারিদিক
আমার লাশ  হয়তো পরে আছে ডোবা-নালা খালবিলে
অথবা বড় কোনো ম্যানহোলের নিচে
এই আমজনতার খবর কে বা রেখেছে ?


আমার আত্মা স্বাধীন বাংলার আকাশে উড়ে উড়ে ঘুরছে
আমার মায়ের চোখের পানিতে দিন শুরু হয় মিথ্যে আশা নিয়ে
আবার  বুক ফাটা আর্তনাদে রাত শুরু হতাশার জম কালোতে
আমার সন্তানেরা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে দেখে তাদের মায়ের নিরাপত্তাহীনতার ক্রন্দন
আমার ঘরের খবর কে পড়েছে ?


আমাকে কেউ হয়তো বোমা মেরেছে, গুলি করেছে অথবা জবাই করেছে  
পত্রিকার পাতাতে আমার নাম আসেনি
দূরদর্শনের পর্দায়ও  আমার খবর হয়নি
হবেই বা কি করে! অভাবের তাড়নায় বিখ্যাত হতে পারিনা  কিছুতে
তাই আমাকে নিয়ে ভাববার কার এতো ঠ্যাকা পরেছে ?


আমার স্ত্রী- সন্তানের শরীরে  পুষ্টিহীনতার ভাঙ্গন ধরেছে
পেট পুরে খাবার জোটেনা তাই  পুষ্টি ভাবনা আসেনি  
আমি কথিত  মুক্তিযোদ্ধা ও রাজাকারের  টানা হেচড়ার মধ্যে নাই
আমার কাঁধের দিনমজুরের বোঝা নামাতে পারিনা কিছুতে
তাই আমার চাঁদাবাজি, টেন্ডারবাজি অথবা ঋণ খেলাপিতে নাম বাদ পড়েছে !


তবুও আমি  আমজনতা ভালই ছিলাম , কেন আমায় গুম করেছে, খুন করেছে ?
খেঁটে খাওয়া মানুষ আমি কিছু বুঝিনি
তাই জয় বাংলা-জিন্দাবাদ মুখে আসেনি
আমজনতা বলির পাঠা বাঁচিনা কিছুতে
হে স্বাধীনতা এই লাশের বিচার কে করেছে ???