হাওয়ায় নড়ে বাঁশের পাতা
মনে পরে বন্ধুর কথা
দিঘীর জলে ভাসে মরার চাঁদ...
মনের ভিতর আনচান করে
ঘুম আসেনা একলা ঘরে
বন্ধু তোমার ভালোবাসার ফাঁদ।


আমের মুকুল থোকা থোকা
জ্বলে নিভে জোনাক পোকা
মনের মাঝে ভালোবাসার গান...
ঝিঁ ঝিঁ ডাকা সন্ধ্যা আসে
লুকিয়ে থাকো পরবাসে
তোমার জন্য কান্দে মোর পরাণ।


ঘাসের ডগায় শিশির কণা
তোমার স্মৃতির আনাগোনা
সূর্য্য হাসে মন-তো হাসেনা...
বৃষ্টি ভেজা কদম ফুলে
দুচোখ ভিজে মনের ভুলে
বন্ধু আমার কাছে আসেনা।