মনের ভিতর বাঁধি আমি ভালোবাসার ঘর
মনের ঘরে তালা দিয়া বন্ধু করলো পর;
পরপারে হয় যদি গো দেখা তোমার আমার
ভালোবাসায় গড়ব বাসা নতুন করে আবার।


ঝড়ো হওয়া যতোই আসুক ভাঙবে না মোর ঘর
শুধুই ভালোবেসে যাবো সারা জনমভর।


আউলা বাতাস বাউলা করে বন্ধু তোমার মন
রঙিন নেশা কাটলে বুজবে, কে ছিল আপন;
সেদিন না হয় এসো বন্ধু রইবো আমি পাশে
দুঃখ গুলো ভুলে যাবো শুধুই  ভালোবেসে।


জীবন মরণ সবই আমার বন্ধু তোমায় ঘিরে
পথ চেয়ে বসে থাকি, যদি আবার আসো ফিরে।


সময় যায় সময় আসে এলোমেলো হাওয়া
জ্বলে আগুন বুকের ভিতর হয়না তোমায় পাওয়া;
চাঁদের আলোয় শরীর পুড়ে বাড়ে যৌবন জ্বালা
থোকা থোকা ফুল ঝরে যায় হয়নি গাঁথা মালা।


ঘাসের ডগায় শিশির কণা, কিরন দেখে হাসে
কান্না জমে চোখের কোনে, তোমায় ভালোবেসে।


টাপুর টুপুর বৃষ্টি গুলো নাচে পুকুর জলে
কদম ফুলে উদাসী মন, দুঃখ মাথার চুলে;
সাদা-কালো মেঘের খেলা মনের আকাশ জুড়ে
বন্ধু তুমি রবি কিরণ আমার ভুবন জুড়ে।


হাসি-কাঁদি ভালোবাসি, এইতো আমার জীবণ
ভালোবাসার ঘর বেঁধেছি, তুমিই আমার ভুবন।