নিঃসঙ্গতার প্রহর জানো,প্রিতম
একাকীত্ব জানো?
জানো শূন্য আকাশে সূর্যের একাকীত্ব?


জানার জন্য, আরশি হওয়া প্রয়োজন
জানার জন্য, নিজের কাছে স্বীয় একাকীত্ব রাহিত্য


জীবন এমনি কাটে
এ-গলিতে কোলাহল
গলি পেরোলেই রাজ্যের নিরবতা
মাঝে মাঝে ভীষণ হইহুল্লোড়েও
একা শব্দের চেয়েও একা।


আঁকাবাঁকা গলি পেরিয়ে
জীবনের হাইওয়েতে
চিলতালেই সব অচেনা
আরশি যেন অন্য মানুষ


তখন মানুষ পথ ভুলে
গোপন বলার রাহিত্যে
নিঃশব্দে প্রস্থান চায়
শিরায় শিরায়
লহুর বুদবুদ থেমে যায়


অনন্তর দুর্বল হৃদয়ের মানুষের
ভালোবাসার অভাব হয়না
জানি না সবাই কেন?
মৃত শবকেই ভালোবাসে


মৃত আত্মা দ্বারে দ্বারে
ঘুরে বেড়ায় এতটুকুন
নিঃশ্বাসের নিমিত্তে
শ্বাস হওয়া যায়না


মনে হয় মানুষ
কবিতাকে জীবন বানিয়েছে
ভালোবাসা মানে, শুধুই স্মৃতির রোমন্থন


তবে যে অচলার খোয়াবে
মোদের নিদ্রা মরীচিকা
ভালোবাসার কোন অংক
ভেদাভেদ সেথায় নেই।
জেনে রাখো,
হে একাকীত্বের বাহক
হে আমার ভাই
হে আমার প্রিতম
একদিন বসন্ত আসবে।