বৃষ্টি নিয়ে মানুষের গল্প-কবিতার শেষ নেই
বৃষ্টিকে ভালোবেসে কত ছন্দ কবিতা,
কিন্তু মানুষ বৃষ্টি এলেই কার্নিশ খোঁজ করে!


প্রিয়তমা আমি বৃষ্টি ভালোবেসে
কখনো কার্নিশ খোঁজ করিনি,
বরং ঘোর বরষায় বৃষ্টি বিলাসে,
রিকশায় ঘুরে ঘুরে জ্বর বাধিয়েছি!
বৃষ্টিকে ভালোবেসে কতবার যে একশো তিন ডিগ্রি জ্বর আমার কায় এলোগেলো!
তবুও বৃষ্টির প্রতি ভালোবাসায় কখনো কমতি আসেনি।


তেমনি তোমাকে ভালোবেসে তোমার বিরহে,আমার দিবস রজনী ভেবে ভেবে একাকার,বিচ্ছেদের পাহাড়সম দুঃখ বেদনার সাগরে ডুবে মরি রোজ,
তবুও আমার নিত্যদিন ইচ্ছে হয় তোমায় আরেকটু বেশি ভালবাসার,ঘর-বাধার,ছোট্ট সাজানো সংসার।


বৃষ্টিতে একশো তিন ডিগ্রি জ্বর সারা কায়,
তোমার প্রেম কি বৃষ্টি?
এ-জ্বরের ঘোর কিছুতেই কাটেনা,
তোমার ভালোবাসার জ্বরের কি কোন প্যারামিটার আছে?
যদি এ-জ্বরের মাপকাঠি হতো,বোধহয় অসহনীয় তাপমাত্রায়
বিষ্পোরিত হতো!


প্রিয়তমা আমি বৃষ্টি ভালোবেসে কার্নিশ খোঁজ করিনি।
তোমায় ভালোবেসে দুঃখ পাওয়ার ভয় করিনি।
শুধুই ভালোবেসেছি
শুধুই ভালোবেসেছি,বিনিময়ে কিছুই চাইনি
যদি বলো এই জ্বর তোমার প্রতিদান,
তবে তাই বেশ!


আমি শুধু জানি,
আমি বৃষ্টি ভালোবাসি,
আমি তোমায় ভালোবাসি।।