এখন তুমি অনেক দূরে
অন্যকারো দূরের মানুষ
তবুও দেখা হলো
পৃথিবী হয়তো আসলেই খুব ছোট্ট


দেখা হলো,কবিদের কবিতার মত
শীতল হাওয়ার পর ঝিরিঝিরি বৃষ্টি
ছুটন্ত মানুষ, সিএনজি, বাস লেগুনা
আর কী? দুয়েকটা রথেরগাড়ি


জীবনের তাগিদে ছুটছি আমি
তুমিও তাই
হঠাৎ দেখা হয়ে গেল কবিদের কবিতার মত
এই বৃষ্টি পথের মানুষ আর তুমি


যে আমি ফিরিয়ে দিয়েছিলাম তোমায়
সে আমি আজ খুব করে চাইছি
জান্নাত-জাহান্নামের ফারাক ভুলে
তোমার হাতে হাত রাখতে


খুব করে চাইছি
হুটখোলা রিক্সায় তোমার কাঁধে মাথা রেখে
বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর বাঁধাতে


কিন্তু কবিদের কবিতার মত
বলতে পারিনি সেদিনের মত
আমিও যে কখনো চেয়েছিলাম তোমায়
মনের ভুলে? নিদারুণ একাকিত্বে?
জানিনা
কবিদের কবিতার মত সে কথা আমি জানতে পারিনি প্রিয়তমা