রজনী গভীর থেকে গভীরতম
সুখ নিদ্রায় জগতের প্রানীসব
একা জেগে,
জানি দ্বিতীয় মরণ প্রয়োজন
কিন্তু এ মরণ যে কবে থেকে মরীচিকা।


তখন আত্মা বলে উঠে
"কষ্ট গুলো রচে চলো"
তাই লিখছি,
আরো একটি বিনিদ্র রাত
জ্যোৎস্না ছেয়ে যায় নিকষ কালো মেঘে
বাগানের শেষ ফুল ঝরে যায় আঁধারে
ঝরে যাওয়া ফুল আর,
মেঘের আড়ালে জ্যোত্স্নার
পাহারাদার আমি এক নিশাচর।


রজনী গভীর থেকে গভীরে
জগতের প্রানীসব সুখ নিদ্রায়
আমি একা জেগে রই
নিশাচর হয়ে।