তোমার আমার ছিলোনা পরিচয়
তোমার আমার ছিলোনা বাক্য বিনিময়।


হয়নি কখনো জানাশোনা
হয়নি স্মৃতির রোমন্থন;


তোমার নামে আমার কোন দিন ছিলোনা
তোমার জন্য নেইতো কোন রাতজাগা
তবুও কেন আজ তোমার নামেই সন্ধ্যা?


তোমার আমার বহুদিন দেখা নাই
তোমার আমার কোন কথা নাই;


বহুবছর পেরিয়ে,
তখন তুমি পরিণত
তোমাকে খুঁজে পাওয়া
খুঁজে পাওয়া না কি হঠাৎ দেখা?
থাক সে ব্যবচ্ছেদ।।


অন্তর্জালের নীল দুনিয়ায়
তোমার আমার কত কথা জমানো,
শব্দ বাক্য আর অবহেলা
ঝরে পড়া পাপড়ি,
কবিতা অতীত বিচ্ছেদ


তোমার আমার কত দুরত্ব
রবের ভয়ে,
আজ পরিচয় থেকেও একাকিত্ব।


দুরত্ব তো আগেও ছিলো
তবুও ক্যানো জ্বলছে হৃদয়?
থাকুক না হয় অজানা সে প্রণয় গাথা।


তোমার আমরা ছিলোনা পরিচয়
তোমার আমার ছিলোনা পথচলা।