আফসোস! আফসোস! করেছে কি সে!
মায়াজালে আটকে আছে, মায়াতে মিশে।
নিজ ভুলে পা পিছলে মায়াপরীর দেশে
ভ্রমণে গিয়েছে, গিয়েছে মায়াতে মিশে।
পরীর তবে কি দোষ? মায়া তার ভূষণ
কুমার কেন অজান্তে, কেন চেয়েছে মন?
বোধবুদ্ধির মাথা খেয়েছে কি প্রেমিক কুমার?
পরীর মায়ায় ছুটেছে কেন তবে বারবার?
পরীর মায়ায় ডুবে কুমার সব শুধু ভুলে
পরী যায় চলে, তবে মায়া কেন ফেলে?
মায়ামেঘের ধারায় ভিজেছিল কুমার কিছুদিন
আজ পরী নেই, শুকনো মায়া, বৃষ্টির আশা ক্ষীণ।
পরীর না হয় হলো আপন, বন্ধু তবে যদি বানাতো
কুমার নাকি পরীর বিরক্তি, আগে কেন ভাব জমাতো?
স্বর্গরাজ্যে স্বর্গবাসে পরী ঘাসে বসে আর রাজপুত্র হাসে
কাঁটাভরা এ দুনিয়ায় মায়ার ভেলায় ব্যথিত কুমার ভাসে।