নাই মোর লাখটাকা দামের গাড়ি
    আহা! শখ ছিলো থাকবে বহুতল বাড়ি,
  পড়বেনা পা মাঠিতে,
               বহুদামি জুতা চাই
  মোর পায়ে লাগবে ধূলো
                একি ভাবা যায়?
  জামাটা কি কম দামি নিলে হয়?
  আরে, পোষাকে আমি বেশ শৌখিন
                  জানো তো নিশ্চয়।
     ফোনটা না পুরোনো হয়ে এল,
আরেকটা না নিলে কি হয়?
               দাম তার বেশি না
     লাখে হয়ে যাবে নিশ্চয়।
  জানো তো, ঘড়ি আমার খুব প্রিয়
         সোনা-রূপার ছাড়া কি ঘড়ি মানায়?
   হীরের হলে মন্দ না
         ভাবতেই যে মনে বাজে  সানাই।
   আমি না খেতে খুব ভালোবাসি
          সাথে যদি থাকে গরু আর খাসি,
   রেস্তোঁরা ছাড়া পেট ভরে না
                  ঘরের রান্নায় মন ভরে না
      স্বাদটা তেমন নয়
                   খুব একটা খারাপ না।
      ঘুরাঘুরি ছাড়া কি আমি ভাবতে পারি,
                 লন্ডন থেকে সিংগাপুর
                     বৃন্দাবন থেকে ব্যাংকক
        এই আমার একটূখানি সখ।
             ঘরে কি টিভি না হলে চলে
          টান টান উত্তেজনার পাক-ভারত
          ম্যাচের কথা, লোকে প্রায়ই বলে।
                        ফুটবলটা না দেখলেই নয়
মেসি-রোনালদো নেইমার, তারা তো অপার বিস্ময়।
           হলিউড বলিউড কি মিস করার মতো
      ঢালিউড টাও আজ নাকি অনেক উন্নত।
                    পড়ালেখা! সে আবার কি?
          সে পড়ে নেওয়া যাবে;
             এখন যদি আড্ডা মিস দিই
     সে কি আর পাওয়া যাবে?
                 এ মোর অল্পকিছু শখ
     ভাবছি আর কি করা যায়?
                       গেমিং টা মন্দ না,
   গানের ছন্দ কি ভোলা যায়?


                          একি হলো কি?
            ঝাটাঁ দিয়ে মারছে কে?
                  এ মা, এ যে আমার মা,
       মারছে কেন?  এ বাবা,
                   বাজে সকাল দশটা
            ঘুমিয়ে ছিলাম নাকি
        ও, তাহলে এটা স্বপ্ন ছিল বইকি।
          যাই বাবা, তাড়াতাড়ি উঠে যাই,
      ঝাটাঁর গুতো খাওয়ার ইচ্ছা নাই ভাই
                        মা আসছে, আমি পালাই।