পূব আকাশে কিরণ হাসলো
পশ্চিমে ঢলে পড়েছে আবার;
মায়াবিনী, আলো-ধারকারিনী
অস্তিত্ব জানালো আরো একবার।
নিত্য দিনের নৃত্য হলো
তবে পঞ্জিকার পাতা রঞ্জিত আজ
বারো মাস পর
কানে কানে বলে গেলো-


‘একটি বসন্ত চলে গেছে
একটি শীত গা ঢেকেছে
বর্ষার ধারা আরো একবার সারা হলো,
বারোটি মাস পারি দিয়েছে
ভবিষ্যৎ থেকে- অতীতে-
ইতিহাসের পাতা ভারী হলো।’


অন্তিম পরিণতির আগে সতর্ক বার্তা
শেষের সময় আরো নিকটে,
জীবন ব্যপ্তি অতি ক্ষীণ;
শোনায় আজকের মর্ম বাণী
কে?- আনন্দের চাদরে নিষ্ঠুর জন্মদিন।