সাত সাগর পাড়ি দেওয়ার সাধ্য নেই মোর
    না আছে তেরো নদী পাড়ি দেওয়ার
একশ আটটা নীল পদ্ম কোথায় পাবো বলো;
    সে যে অসম্ভব,
  আছে কি অন্য কিছু চাওয়ার?


বাগানের মাঝে দিতে পারি ঠাঁই
     গাছের ডালটাও কি তোমার চায়?
মন বাগানের বেঞ্চিতে বসতে  দেবো
   লতার নুপুর রবে তোমার পা-য়।
সমুদ্রের উত্তাল ঢেউ দেখবে কি?
     পাহাড় পর্বত বা নদী?
পদ্ম না হয় খুঁজে নিবে বনের ফাঁকে
     যেতে চাও যদি।
ছাদের দোলনায় বসাতে পারি
      যদি চাও তুমি
জ্যোৎস্নার আলোয় দেখবো তোমায়
     চাঁদ যাবে কপাল চুমি।


বলো আর কি আছে চাওয়ার
এনে দিতে পারি, যদি সাধ্য হয়
     ধরা হতে কুড়িয়ে আনার।


৭ জুন, ২০২০