অনন্ত বিশাল মহাকাশ- মহাশূন্য
      শূন্যতায় পূর্ণ।
সীমাহীন নক্ষত্রের ঝিলমিল
    তারও বেশি গ্রহ গুলোর মহড়া
কোনো এক সুতোয় বাঁধা
   তবুও বিশাল মহাকাশ শূন্যতায়
   শূন্যই মহান রাজা।


দিনের নীল আকাশ
    তার বুকে কিছু মেঘের পথচলা
     তাকে ভরিয়ে দেয়
তবে শূন্যতা তার নির্মম সত্য
       কি জ্বালা।


রাতের আকাশে কালোর পারাবার
    ভেসে থাকা তারাগুলো
উজ্জ্বলতার প্রচেষ্টা চালায়
     শূন্যতা নিঃশূন্য করার;
তবু মহাশূন্য- শূন্যই রয়ে গেলো
তারাগুলো তারে কিছুটা সারায়
    কোনো এক মোহ মায়ায়-
তবু শূন্যতা ঠিকই রয়ে যায়।