পাতা ঝরা পুষ্প হারা তরুর আশ্রয়
        সাঝে নামে একলা নিশির ভয়,
      দুষিত বাতাসে ফিকে যাওয়া বসন্ত
       পুনর্জীবনে হয়তো হতো প্রশান্ত,
         কিছু শুষ্ক সন্ধ্যায় উদাস থাকা
       শুষ্ক বায়ুতে কিছুটা অস্বস্তি মাখা,
         দূর দিগন্তে অস্তমান রবি ডুবে
        সারাদিনের চঞ্চলতা সাথে নিয়ে
          সুদীর্ঘ রাত্রির কাছে পড়ে রয়
         অলীক স্বপ্ন, দুরাশা আর ভয়।


    অসীম আকাশের মতো তার বিশালতা,
   ফুলের সৌরভের সাথে ঝরে যাওয়া পাতা
  বসন্তের সাথে কাকে হারানো কাকের কথা
ঝাপসা হয়ে যাওয়া প্রকৃতির অসহ্য নিরবতা।


২২ আগস্ট, ২০২১