আমি তোমায় নিয়ে অতো ভাবি না
বেণী খুলে খোলা চুলে ধীর পায়ে
যদি এগিয়ে আসো
সময় কি গড়িয়ে যাবে আপন তালে,
আমি তা ভেবে দেখি না,
তবে কী পেলে খুশি হব আমি
উত্তরে তোমায় ছাড়া কিছু ভাবি না।


আমি তোমায় নিয়ে কবিতা লিখি না
দোয়াত কালিতে তোমাকে সাজালে
কত অপরূপা রূপ হবে তোমার,
হৃদয়ের আয়নায় তার প্রতিচ্ছবি
আমি আঁকি না,
তবে কোন ছবি আমার হৃদয়ে গাঁথা
উত্তরে তোমায় ছাড়া কিছু ভাবি না।


আমি তোমার জন্য টিকেট কাটি না
নিঝুম সাথে সজাগ রেলের শব্দে
আমাদের সহযাত্রার রেহালা লিখি না।
কোলে মাথা রেখে ঘুমে বেঘোরে
ভাবি না হবে এমন কোনো দৃশ্যপট,
তবে জীবন পথে কাকে সাথী চাও
উত্তরে তোমায় ছাড়া কিছু ভাবি না।