শহরের বুকে রাত নেমে আসে
শহর ঘুমায়, ঘুমিয়ে স্বপ্নে জাগে
দু'নয়ন মোর রাতের সাথী
রাতের সাথে তাই রাত জাগে।


সূয্যি বাতি নিভে যায়,
স্নিগ্ধ বাতি জ্যোস্না ছড়ায়
পৃথিবী ঘুমোবে বলে;
নয়নপাতা বুজে আসে না
মিটিমিটি হাসে ক্ষণে ক্ষণে
জ্যোস্না এলো বলে।


প্রকৃতি বলে ঘুমাও সবে
ভোর হলে উঠো তবে
মন মোর শোনে না কথা
তিমির নিশিতে পুলক জাগে
রাতের সাথে তাই রাত জাগে।


ঘুমাও তুমি, কত জনে বলে
এখন না হলে ঘুমাবে কবে?
আসুক দিবাকর, পূর্বে দেখি
মন বলে চোখ তবে ঘুমাবে।


১৩ জুন ২০২২