আজ ব্যস্ত এ দিনগুলি
                  যত যায় বেড়ে,
ঐ গাঢ় নীল স্মৃতিগুলো
                  তত মনে পরে।
ছিল সেই সময়েতে
                  কত হুড়োহুড়ি,
লোভনীয় ফল কত
                  করিতাম চুরি।
খোলা মাঠে তরমুজ
                  আনারস যত,
রসালো এ ফলগুলো
                  খেয়েছি যে কত।
সন্ধা হলে খেঁক-শিয়ালের
                  হুক্কোহুয়া তানে,
ছুটিতাম পিছু তার
                  বহুদূর পানে।
চৈত্রের দাবদাহে
                  তপ্ত শরীরে,
জুড়াতাম তনুখানা
                  গ্রামের পুকুরে।
সাঁতার কেটেছি সেথা
                  একুলে-ওকুলে,
বাবা-মা খুঁজিত মোরে
                  কোথা গেল ছেলে।
খুঁজিতে খুঁজিতে সেথা
                  পেয়ে গেলে মোরে,
প্রহারও জুটিতো কিছু
                  আলতো-সজোরে।
পেটপুরে খেয়ে যত
                  বাবার পিটুনি,
হজমও করেছি তত
                  মায়ের বকুনি।
হৈ হুল্লোরে কত
                  ছুটিতাম মোরা,
গাঁয়েরই মেঠো পথ
                  হইতো যে সারা।
ছেলে-মেয়ে মিলে কত
                  বৌ-ছি যে খেলা,
গোল্লাছুট খেলিতাম
                  গোধূলির বেলা।
খেলিতে খেলিতে কত
                  রাত হয়ে যেত,
হিসেব-নিকেশ তার
                  রাখি নাই অত।
উদাসী সে ক্ষণগুলো
                  আজও ভাসে মনে,
ইচ্ছে জাগে ফিরে যাই
                  স্মৃতির ঐ সাম্পানে।
সোনালী সে দিনগুলো
                  যত মনে পরে,
একান্তে ভাবি আজি
                  পাবো কি তা ফিরে?
জানি ফিরে আসবেনা
                  সুখের ঐ মেলা,
আজও মনে তাড়া করে
                  স্মৃতির সে ভেলা।
আজ কত কিছু আছে
                  তবু নেই যেন কিছু,
ব্যথাতুর হয়ে আমি
                  ছুটি তার পিছু।