সজীব শরীর কেমন
বসন্তের ঘরেও
ফ্যাকাশে লাগছে!
একটু সোনালী রোদের প্রত্যাশায়।


মুখটা চাদর দিয়ে জড়িয়ে
হালকা বাতাসের স্পর্শ
শরীরের পরে
একটু সোনালী রোদের প্রত্যাশায়।


নীল দরিয়ার পাশে শীতল হাওয়ায়
শরীর হিম হয়ে আসে
তবু চেয়ে থাকে বরফের দেশেও
একটু সোনালী রোদের প্রত্যাশায়।


উঠনের পরে সূর্যমূখী ফুলগুলো
ঘুমিয়ে যাচ্ছে
অপেক্ষায় আছে
একটু সোনালী রোদের প্রত্যাশায়।


ফুটপাতে ঘুমিয়ে থাকা
নিরীহ লোকের নির্মম পরিণতি
বসে থাকে অজানা নিয়তির বাজারে
একটু সোনালী রোদের প্রত্যাশায়।


একা থাকা জোনাকিও খুঁজে
নিয়নের মত নিজস্ব আলো
হয়ত ল্যাম্পপোস্ট নয়ত ঐ দূরের চাঁদের হাটে
একটু সোনালী রোদের প্রত্যাশায়।