যুবক তুমি স্বপ্ন আঁক
বঙ্গবন্ধুর মতো
অগ্নি ঝরা হৃদয় তোমার
বিফল হবা নাকো।


জোয়ান কালে বঙ্গবন্ধু
স্বাধীন করার তরে
সহস্র রাত কেটেছে তাঁর
অবরুদ্ধ ঘরে।


যুবক মনে নাইকো ডর
নাইকো ক্লান্তি ক্লেশ,
দেশ হবে ভাষা হবে
এই তো বাংলাদেশ।


তর্জনীর ভঙ্গিমায়
চেতনা আর গর্জনে,
রক্ত মাখা দেয়াল আজ
বাংলা মাটির অর্জনে।


বঙ্গবন্ধুর সবুজ মায়ের
ধারণ করো সাধনা
দেখবে একদিন আসবে সেদিন
বিজয় মিছিলের অর্চনা।