সাঁঝের প্রদীপ আলো ছড়ায়নি আজও
তোমারি মুখ দেখিবার জো হয়নি এখনো।
আজও আমি দুর্বল, হয়ে আছি ফিকে
নিশ্চুপ হিয়া ক্ষীণ প্রদীপ জ্বলছে ধিকধিকে।
মরুভূমি অন্তরীক্ষ। দূরীভূত আশার সঞ্চার
মাঝরাতে আজও লাগে একাকিত্বের ধিক্কার।
তবুও আজবসে আছি সাজায়ে পুজোর অঞ্জলি
আসবে সেদিন সাজবে নতুন গোধুলি।
ফুলে ফুলে ভরি যাবে আমার গৃহের আঙিনা
চারিদিক গাহিবে, বাজবে নতুন বীণা।
ফুলচন্দন লাগিয়া সাজিবে নতুন দৃশ্য
আধার ঘুচায়ে যাবে, চন্দ্র হবে শিষ্য।
সকল রেশ কেটে গিয়ে সাঁঝের প্রদীপ জ্বলবে
ভাঙা সুর সতেজ হয়ে বরণ-গীত গাইবে।
বেনারশির ঘোমটা নামিবে রঙ্গিন শির বহিয়া
জো হবে সেদিন। হারিয়ে যাব অঞ্চলের ফোকর চাহিয়া।