এটা মফস্বল
এটা ভালোবাসার জল।
এটা মিশে আছে আমার প্রতি রক্তের ফোঁটায়
এখানে আমার জন্মস্থান দেখতে পাই।
এটা মাঠ
এটা স্বপ্নের হাট।
এখানে পড়ে আছে আমার শত ঘুড়ির লাটাই
এখানে আমার ছেলেবেলার দিন ফিরে পাই।
এটা মা
এটা আমার গাঁ।
এপথ রঙ্গিন আমার পুর্বপুরুষের পদধুলায়
এখানে আমার অস্তিত্বের স্মৃতি খুজে পাই।
এটা বিকেলের খাল
এটা ছাগলের পাল।
এখানে আমার একাকীত্ব কেটে যায়
এখানে আমি আমার নিত্যসঙ্গী খুঁজে পাই।
এটা দুপুর
এটা পুকুর।
এটা আমাকে হাজারো ভাবনা ভাবায়
এখানে আমি একলা সময় কাটাই।
এটা অন্দর
এটা সুন্দর।
এখানে প্রকৃতির সৌন্দর্য এক হয়ে যায়
এখানে আমি সুন্দরের প্রতিমা খুঁজে পাই।
এটা শুরু
এটা শেষ।
এখানে হবে আমার চিরবিদায়
এখানে আমি আমার জীবনের সুখ খুঁজে পাই।